মাত্র একটি গানের নাচেই বদলে গেছে পারিশ্রমিকের অঙ্ক। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার পারফরম্যান্স ফিতে রীতিমতো চমক সৃষ্টি করেছেন। সম্প্রতি গোয়ার সমুদ্রসৈকতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাত্র কয়েক মিনিটের নৃত্য পরিবেশনার জন্য তিনি নিয়েছেন কোটি কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ‘আজ কি রাত’ গানে নৃত্য পরিবেশন করতে মাত্র ৬ মিনিট মঞ্চে উপস্থিত ছিলেন তামান্না। এর বিনিময়ে তিনি পেয়েছেন ৬ কোটি রুপি—অর্থাৎ প্রতি মিনিটে ১ কোটি রুপি।
অনুষ্ঠানে তামান্নাকে এক নজর দেখার জন্য দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। চড়া মূল্যে টিকিট বিক্রি হয় এবং মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এ অনুষ্ঠানে তামান্নার সঙ্গে মঞ্চে ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, জনপ্রিয় ডিজে চেতসসহ আরও কয়েকজন শিল্পী। ব্যক্তিগত জীবনে নানা আলোচনা থাকলেও পেশাগত ক্ষেত্রে তামান্নার সাফল্য অব্যাহত রয়েছে। নতুন বছরেও তার জনপ্রিয়তা আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।