লিটনের সঙ্গে ভারতীয় ব্যাট কোম্পানির চুক্তি বাতিল হয়নি
লিটনের সঙ্গে ভারতীয় ব্যাট কোম্পানির চুক্তি বাতিল হয়নি
ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক অস্থিরতা ক্রিকেট ক্ষেত্রেও দেখা গেছে। আইপিএলে উগ্রবাদীদের হুমকির কারণে মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন। এরপর বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। এক সংবাদে বলা হয়েছে, ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশি ক্রিকেটারদের স্পন্সরশিপ বাতিল করতে পারে। তবে লিটন কুমার দাসের ম্যানেজার জাগো নিউজকে নিশ্চিত করেছেন, লিটনের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি বাতিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। লিটনের ব্যাটের স্পন্সর ‘এসজি’ কোম্পানি। এই কোম্পানি তার মতো ইয়াসির আলী রাব্বি ও মুমিনুল হকের চুক্তি নবায়ন করবে না বলেও জানা গেছে। মুশফিকুর রহিমের ব্যাটে ভারতের ‘এসএস’ কোম্পানির স্টিকার থাকে।