দক্ষিণী সিনেমার সুপরিচিত অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের জন্য সময়টা সুখকর নয়। তাঁর রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর একটি সমাবেশে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় এবার সরাসরি সিবিআইয়ের জেরার মুখে পড়তে যাচ্ছেন তিনি।
সিবিআই তাকে আগামী সোমবার (১২ জানুয়ারি) হাজিরার নির্দেশ দিয়েছে। গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে আয়োজিত টিভিকে-র প্রথম বিশাল সমাবেশে বিপুল ভিড় সামলাতে পুলিশ ও আয়োজকরা হিমশিম খায়। একপর্যায়ে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়, এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন।
ঘটনার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠায় ভারতের সুপ্রিম কোর্ট গত অক্টোবর তদন্তের দায়িত্ব সিবিআই-কে দিয়েছে। পাশাপাশি, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।
রাজনীতিতে নতুন পা রাখা বিজয়ের জন্য এই আইনি জটিলতা বড় চ্যালেঞ্জ। সিবিআই মূলত সমাবেশের ব্যবস্থাপনা ও আয়োজকের দায়িত্ব নির্ধারণে আগ্রহী। আগামী সোমবার এই মামলায় নিজের অবস্থান পরিষ্কার করতে হবে তারকা অভিনেতাকে।