বিশ্বে প্রথম ইন্দোনেশিয়া: মাস্কের এআই চ্যাটবট ‘গ্রক’ বন্ধের সিদ্ধান্ত

ইন্দোনেশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রক’-এর প্রবেশাধিকার নিষিদ্ধ করল, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি রো


বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক একটি চ্যাটবট পুরোপুরি নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে। ইলন মাস্কের স্টার্টআপ এক্সএআই-এর তৈরি এআই চ্যাটবট ‘গ্রক’-এর প্রবেশাধিকার দেশটির মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার এই পদক্ষেপ নিয়েছে মূলত এআই-জেনারেটেড পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরির ঝুঁকি এবং নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে।  

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবারের এই সিদ্ধান্তের মাধ্যমে ইন্দোনেশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন ধরনের পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করল। ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশগুলোতে এ ধরনের যৌনসঙ্গত কনটেন্টের বিষয়ে নীতিনির্ধারক সংস্থাগুলোর সমালোচনার প্রেক্ষিতে দেশটি কড়া ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে।  

এক্সএআই বৃহস্পতিবার জানায়, আপাতত চ্যাটবটের ছবি তৈরি ও এডিট করার সুবিধা শুধুমাত্র অর্থপ্রদানের মাধ্যমে সীমিত ব্যবহারকারীদের জন্য চালু থাকবে। কোম্পানি জানিয়েছে, নিরাপত্তার ত্রুটি ঠিক করার জন্য সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ত্রুটির কারণে শিশুদের ‘আপত্তিকর’ ছবি সহ বিভিন্ন যৌনতাপূর্ণ কনটেন্ট তৈরি হওয়া সম্ভব হচ্ছিল।  

ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী মেউতিয়া হাফিদ এক বিবৃতিতে বলেন, “কারো সম্মতি ছাড়া নগ্ন ছবি তৈরি করা মানবাধিকার এবং নাগরিকের ডিজিটাল নিরাপত্তার চরম লঙ্ঘন। তাই সরকার এই ধরনের বিষয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।” বিষয়টি নিয়ে এক্স কর্মকর্তাদেরও তলব করা হয়েছে।  

অপরদিকে, মাস্ক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, গ্রক ব্যবহার করে কেউ বেআইনি কনটেন্ট তৈরি করলে প্রচলিত আইনের আওতায় তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এআই টুলের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।  

এক্সএআই এক ইমেইলে জানিয়েছে, “মূলধারার সংবাদমাধ্যমগুলো মিথ্যা তথ্য প্রচার করছে।” তবে বিষয়টি নিয়ে এক্স-এর অফিস থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

ইন্দোনেশিয়ার কঠোর অনলাইন আইন অনুসারে, দেশটিতে যে কোনো ধরনের অশ্লীল কনটেন্টের প্রকাশ, শেয়ার বা প্রচার নিষিদ্ধ। দেশের এই কঠোর পদক্ষেপ আন্তর্জাতিক মহলে এআই নিয়ন্ত্রণ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।  


Post a Comment